বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে ৩ হাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

গাজীপুরে ৩ হাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা হাইস্কুল ও চান্দরা মাদ্রাসা এলাকায় প্রায় ৩ হাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস পরিচালিত মোবাইল কোর্ট।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব লাইন উচ্ছেদ করা হয়। এতে উক্ত এলাকার ৫০০ বাসাবাড়ীর প্রায় ১৪০০ চুলার লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরার নেতৃত্বে তিতাস গ্যাসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, অবৈধ গ্যাস সংযোগকারীরা অভিযানের খবর পেয়ে বাসা বাড়ী থেকে পালিয়ে যায়। তিনি জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিপুল পরিমান পাইপ, রাইজার, চুলা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। অবৈধ সংযোগকারী ও যারা এ অবৈধ সংযোগ দিতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার বাসিন্দা মোঃ খোরশেদ শেখ জানান, সোলায়মান মুন্সী, ফয়েজ মুন্সী ও শাহ আলম নামে তিতাসের অবৈধ লাইন সংযোগের অসাধু চক্রের মূল হোতা এলাকার নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে প্রতিটি বাসায় রাতের আধারে এসব সংযোগ প্রদান করেন। অচিরেই এসব লাইন বৈধ হয়ে যাবে এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে এসব টাকা নেওয়া হয়। মোবাইল কোর্টের সংবাদ পেয়ে অবৈধ সংযোগকারীরা বাসা থেকে পালিয়ে যায়।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ, সহকারী ব্যবস্থাপক শাবিউল আউয়াল, আব্দুল আলিম রাসেল ও আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, এসএম আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সারসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।