বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

গাজীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনায় আরিফুল ইসলাম ওরফে আরিফ হত্যার আসামি হারুন হোসেন ওরফে অন্তরসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার সকালে র‌্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদরের ডোবারচর এলাকার মরহুম মির্জা হামিদ উদ্দিনের পুত্র হারুন হোসেন ওরফে অন্তর (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রতনপুর এলাকার নুরুল ইসলামের পুত্র জাফর আহম্মেদ ওরফে শামীম (২৩), গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকার শাফিজ উদ্দিনের পুত্র আল-আমীন (২৬)।

র‌্যাব জানায়, গত বছরের ২২ ডিসেম্বর চান্দনা পূর্বপাড়া এলাকার বাগানবাড়ী নামক স্থানে আরিফুল ইসলাম ওরফে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও পাওনা টাকার জেরে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জিএমপি’র বাসন থানায় নয় জনের নামে ও আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

তাৎক্ষণিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-১।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন এক বাসায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।