শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও প্রতিবাদ সামবেশ

গাজীপুরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও প্রতিবাদ সামবেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থের পরিপন্থি অংশগুলো বাতিলের দাবিতে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সকল পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর খান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, জেলা ট্রাক-পিকাপ-ট্যাংঙ্ক লরি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেব, শ্রমিক নেতা মো: শাহীন, মো: আব্দুল জলিল, আব্দুল বারেক, গোলাম মোস্তফা, হাজী ফিরোজ মিয়া প্রমুখ। সমাবেশে জামিন অযোগ্য আইন ও অর্থ দন্ডের জরিমানা বাতিল করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয়।