সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুদ্ধ সহকর্মীরা বাসটিতে অগ্নিসংযোগ করেছেন।
শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাম্মৎ মনোয়ারা খাতুন (২২) স্থানীয় ক্যাপিট্যাল ডিজাইন লিমেটেডের শ্রমিক। তার গ্রামের বাড়ি শেরপুরে।
ঘটনার পর ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, কারখানা ছুটি হওয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্থানীয় ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের উত্তরে পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী বসুমতি পরিবহনের বাস এক নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
“এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিকে আটক করে অগ্নিসংযোগ করে। এতে ওই মহাসড়কে ঢাকালেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়।”
পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং নাওজোর হাইওয়ে পুলিশ গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।
বাসটির ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আখতারুজ্জামান।