রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে ‘স্বাস্থ্য সম্মত জীবনযাপন ও পরিবেশ’ বিষয়ক কর্মশালা

গাজীপুরে ‘স্বাস্থ্য সম্মত জীবনযাপন ও পরিবেশ’ বিষয়ক কর্মশালা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন এর আওতায় “স্বাস্থ্য সম্মত জীবনযাপন ও পরিবেশ” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিউর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: নূরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ জিয়াউল হক প্রমুখ। কর্মশালার রির্সোস পার্সন ছিলেন ডা: সাদেকুন তাহেরিন।
কর্মশালায় সরকারি বেসরকারি পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, নার্সসহ প্রায় ৩৫জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।