শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > গাজীপুরে সরকারের পাঁচ কোটি টাকা মূল্যের খাসজমি দখলের চেষ্টা, সরকারি বাধা উপেক্ষা

গাজীপুরে সরকারের পাঁচ কোটি টাকা মূল্যের খাসজমি দখলের চেষ্টা, সরকারি বাধা উপেক্ষা

শেয়ার করুন

স্টাফ রির্পোটার ॥
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম বিশ্বরোড এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার মূলে সরকারী খাসজমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাইওয়ান কোম্পানী কর্তৃপক্ষ।
গাজীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার রাত থেকে মাইওয়ান কোম্পানী ফ্যাক্টরি সংলগ্ন প্রায় ৩৮ শতাংশ সরকারের ১নং খাস খতিয়ান ভূক্ত জমি ট্রাক দিয়ে বালু ভরাটের কাজ চালায়। জমিটি ধীরাশ্রম মৌজার আরএস ১৮০৭নং দাগে। আজ (সোমবার) সকাল পর্যন্ত প্রায় শতাধিক বালুর ট্রাক দিয়ে এ জমি ভরাটের কাজ চালায়। পাশাপাশি আরসিসি’র ভিম টানার কাজ শুরু করেন। সংবাদ পেয়ে তিনি দু’তরফায় বাধা দিলেও কাজ বন্ধ করেননি।


তিনি আরো বলেন, গত শুক্র ও শনি সরকারি ছুটির সুযোগে এ দখল চালায়। সংবাদ পেয়ে গত রবিবার রাতে গিয়ে কোম্পানীর এডমিন পিন্টু সাহেবকে খাসজমি ভরাট বন্ধের বাধা দিয়ে চলে আসলেও তিনি তা মানেনি। রাতভর ভরাটের কাজ চালায়। আজ (সোমবার) সকাল ৯টায় গিয়ে আবারও বাধা প্রদান করে চলে আসি। বিষয়টি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহেবকে জানানো হয়েছে।
এ বিষয়ে মাইওয়ান কোম্পানী কর্তৃপক্ষের কোন সেলফোন নাম্বার না থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।