শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে সরকারি বন বিনষ্ট করছে হামজা কেমিক্যাল!

গাজীপুরে সরকারি বন বিনষ্ট করছে হামজা কেমিক্যাল!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদরের ভবানীপুরে হামজা কেমিক্যাল কারখানার দূষণে সরকারি বন বিনষ্ট অব্যাহত রয়েছে।

বন বিভাগের সহায়তায় পরিবেশ অধিদপ্তর একাধিকবার জরিমানা করার পরও তাদের দৌরাত্ম্য বন্ধ হয়নি।

ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিনকে ঘটনাটি একাধিকবার জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি।

গত ৬ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে হামজা কেমিক্যালের দূষণে পৌনে ১০০ গাছ মরে যাওয়ার চিত্র প্রকাশিত হলে তদন্ত করে পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠায় বন বিভাগ।

পরে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কারখানার মালিককে এক লাখ ৮৬ হাজার ৩৩৬ টাকা জরিমানা করে ৩০ এপ্রিলের পর থেকে সকল ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর নিষেধাজ্ঞা অমান্য করে আবারও উৎপাদন শুরু করেন মালিক আবুল কাশেম।

সরেজমিনে দেখা যায়, ভবানীপুর বাজারের উত্তরে অবস্থিত কারখানাটিতে রাসায়নিক সোডিয়াম সিলিকেট দিয়ে গাম উৎপাদন করা হচ্ছে। কারখানা সংলগ্ন দক্ষিণ পাশে আকাশমনি বাগান। গাছ প্রায় সাড়ে ৩০০।

কারখানাটির দক্ষিণ অংশ ফাঁকা। চুল্লির উচ্চতাপ ও ক্ষতিকর কণার প্রভাবে গাছগুলো ক্রমান্বয়ে মরছে। কালচে রং ধারণ করে মাটিও শক্ত হয়ে যাচ্ছে।

এ ছাড়া উৎপাদন প্রক্রিয়ার সময় বিস্ফোরণে বিকট শব্দ হয়। তাদের শব্দ প্রতিরোধী কোন ব্যবস্থা নেই। এতে পাশে বসবাসরত বাসিন্দাদের নানা সমস্যা হচ্ছে।

একজন বন কর্মকর্তা জানান, হামজা কেমিক্যাল দক্ষিণ দিক দিয়ে রেকর্ডের রাস্তা দখল করেছে। বাউন্ডারির বাইরের ড্রেনও বনের জমিতে করা হয়েছে।