শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলনে শরীক না হওয়ায় প্রতিবেশী গার্মেন্টসে হামলা ও ভাঙচুর করাকে কেন্দ্র করে গাজীপুরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপে ২০ শ্রমিক আহত হন। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করে রাখে বিুব্ধ শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যদর্শী ও পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। প্রতিবেশী কস্টোকস গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা কস্টোকস গার্মেন্টসে হামলা ও ভাঙচুর করে। এসময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাধে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে কমপে ২০ জন আহত হয়।

একটি সরকারি সূত্র জানিয়েছে, বিজিবি মাঠ থেকে প্রত্যাহার হলেও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হয়নি। ফলে যে কোনো সময় বিজিবি ঘটনাস্থলে আসতে পারে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে।