স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলার নন-এমপিও ৩ হাজার ৪৯৮ জন শিক্ষক ও ৬ ছয়শত ৬৫ জন কর্মচারীর মাঝে ১ লাখ ৯১ লাখ ৫২ হাজার টাকা অনুদানের চেক বিতরণ প্রদান করা হয়েছে।
এ অনুদান হতে প্রাপ্ত অর্থ সুষ্ঠুভাবে বন্টনের জন্য তালিকাভূক্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীর নামে জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের স্বাক্ষরে চেক ইস্যু করা হয়েছে। এই চেকসমূহ জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তালিকায় থাকা শিক্ষক-কর্মচারীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে ‘বিশেষ অনুদান’ খাতে প্রাপ্ত বরাদ্দ হতে প্রধানমন্ত্রী ৬৪ জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা হারে ও নন-এমপিও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর প্রত্যেককে ২,৫০০ টাকা হারে মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০হাজার টাকা সানুগ্রহ প্রদান করেছেন।