প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর: ১০ নভেম্বর সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন পূর্ব- বাহাদুরপুর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ওয়ার্ড নং-২২, পূর্ব বাহাদুরপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ শফিক(৩২) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ শফিক(৩২), পিতা-মৃত বছির উদ্দিন, ২। মর্জিনা বেগম(২৭), স্বামী-মোঃ শফিক, পিতা-মোঃ মকবুল হোসেন, উভয় সাং-পূর্ব বাহাদুরপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় আসামীর বসত ঘর তল্লাশী করে আসামীদের দখলে থাকা ৯৬(ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২২২০/- টাকা, ১৩ (তের) টি মোবাইল ফোন, ০৬ (ছয়) টি মানিব্যাগ, ০৫ (পাঁচ) টি হাত ঘড়ি, ০৩ (তিন) টি ফায়ারিং সিলিন্ডার, ০১ (এক) টি অকেজো DEEP WELL SUBMERSIBLE PUMP, ০১ (এক) টি চাইনিস কুড়াল, ০২ (দুই) টি চাকু, ০১ (এক) টি গ্রীল কাটার মেশিন, ০২ (দুই) টি করাত, ০১ (এক) টি শাবল উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর পাশাপাশি তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং ভয়ভীতি দেখিয়ে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। আসামীদের বিরুদ্ধে সদর থানা নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।