প্রেসবিজ্ঞপ্তি ॥
গত ২৭ আগস্ট শনিবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় খাদিজাতুল কোবরা (রা) মহিলা ফাজিল মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০০ ছাত্র-ছাত্রীদের মধ্যে কয়েক হাজার ফলজ, ঔষধী, কাঁঠের চারা বিতরণ করা হয়। মাদ্রাসা মাঠে কয়েক শত ফলজ ও কাঠের চারা রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ভাওয়ালের সাথে রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর আরও ৩০টি ক্লাব অংশ গ্রহন করেন। অংশ গ্রহনকারী রোটারী ক্লাব সমূহ- ১) আধুনিক ঢাকা, ২) আবর্তন ঢাকা, ৩) বন্দর নারায়গঞ্জ, ৪) ধানমন্ডি সেন্ট্রাল, ৫) ঢাকা লালমাটিয়া, ৬) ঢাকা গ্রান্ড্র, ৭) বনানী, ৮) ঢাকা নর্থ, ৯) ঢাকা লুমিনাস, ১০) ঢাকা ফোর্ড, ১১) ঢাকা রয়েল, ১২) ঢাকা মিডটাউন, ১৩) ঢাকা মিড সিটি, ১৪) ঢাকা প্যারাডাইস, ১৫) ঢাকা মহানগর, ১৬) ঢাকা সাউথ, ১৭) ঢাকা মেগা সিটি, ১৮) গুলশান এভিনিউ, ১৯) গুলশান লেক সিটি, ২০) মধুমতি ঢাকা, ২১) ঢাকা নর্থ ইস্ট, ২২) ঢাকা নর্থ ওয়েস্ট, ২৩) ঢাকা প্যারাগন, ২৪) উত্তরা ঝিলমিল, ২৫) উত্তরা, ২৬) উত্তরা লেক ভিউ, ২৭) নারায়নগঞ্জ মিড সিটি, ২৮) নারায়নগঞ্জ, ২৯) লাইট হাউজ ঢাকা, ৩০) দিলকুশা।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে রোটারী ডিস্ট্রিক লিডার রোটারীয়ান ইঞ্জিঃ আনোয়ার নূর উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারীয়ান দীন মোহাম্মদ সেলিম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান আজহারুল ইসলাম পলাশ, আই.পিপি রোটারীয়ান মোসলেম উদ্দিন, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান মোহাম্মদ আলী হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সেই সাথে অংশগ্রহনকারীর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যগণ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন অনুষ্ঠানের রোটারীয়ান মোঃ মাসুদ আলম প্রোগ্রামের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।