রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > গাজীপুরে রাণী বিলাসমণি স্কুলের ৩৮ শিক্ষক পদোন্নতিতে সংবর্ধনা প্রদান

গাজীপুরে রাণী বিলাসমণি স্কুলের ৩৮ শিক্ষক পদোন্নতিতে সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
গাজীপুর: মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সরকারী মাধ্যমিকের ৫৪৫২ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তায় পদোন্নতি প্রদান করেছেন গত ৩০ জুন’২১ খ্রিস্টাব্দে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় গাজীপুর শহরের ঐতিহ্যবাহী রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষককে পদোন্নতি প্রাপ্তিতে আনুষ্ঠানিক ভাবে “সিনিয়র শিক্ষক” সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপদোন্নতি প্রাপ্ত যুগ্মসচিব ও গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অঞ্জন কুমার সরকার এবং জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় শিক্ষকবৃন্দদের সম্মাননা স্মারক তুলেদেন এবং জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ্য করেন।