বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে যৌনকর্মী ও খদ্দেরসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৯ এপ্রিল) দুপুরে ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন এ অভিযানের নেতৃত্বে দেন।
বাংলানিউজকে তিনি জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদের নির্দেশে সিটি করপোরেশনের এলাকা চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে।
এ সময় চান্দনা চৌরাস্তার শাপলা, রাজধানী ও রোজগার্ডেন আবাসিক হোটেল থেকে যৌনকর্মী ও খদ্দেরসহ ২৭ জনকে আটক করা হয়। পরে কোনাবাড়ি এলাকায় আরও পাঁচটি আবাসিক হোটেল থেকে ২৩ জনকে আটক করা হয়। এ অভিযানে নারী ও পুরুষ মিলিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে।
আটক যৌনকর্মী ও খদ্দের
এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের অন্যান্য হোটেল থেকে বাকিরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই মো. জাকির হোসেন।
সূত্র : বাংলানিউজটোয়োন্টিফোর.কম