শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

শেয়ার করুন

এম আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো শহীদ তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাজীপুর জেলা শাখা যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: তপন কান্তি সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, আরএমও ডা: প্রণয় ভূষন দাস, নার্সিং সুপার ভাইজার বেবী রানী পাল, স্বাধীনতা নার্সেস পরিষদের নেতা আশরাফ হোসেন ও মোমেন হোসেন প্রমুখ। এর পূর্বে অধ্যক্ষ মো: আসাদ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: আমীর হোসাইন রাহাত, সাধারণ সম্পাদক ডা: সুশান্ত কুমার সরকার, অধ্যাপক রঞ্জিত কুমার মল্লিক, অধ্যাপক এমএ কাদের কলেজ মিলনায়তনে স্থাপিত শহীদ তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিকেলে গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মির্জাপুর বাজার দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, আশরাফুল আলম বাবুল, খোরশেদ আলম, মেহেদি হাসান শাওন, শহীদ সিকদার প্রমুখ।