শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে মৎস্য সপ্তাহ উদ্বোধন

গাজীপুরে মৎস্য সপ্তাহ উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাজীপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপ-পরিচালক জামিল আহম্দে। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে একটি বর্ণাঢ়্য র‌্যালী আয়োজন করা হয়। র‌্যালী শেষে ভাওয়াল রাজদিঘীতে মাছের পোনা উন্মেুক্ত করেন।
আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের নাটমন্দিরে জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক উন্নয়ন) ফারজানা মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর নদী রক্ষা কমিটির সভাপতি সাংবাদিক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সদর উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ আফতাব উদ্দিন, মৎস্যজীবি প্রতিনিধি তরুণ কুমার দাস প্রমুখ।