স্টাফ রিপোর্টার:
মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। আজ ২৭ জুলাই শনিবার গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান।
প্রেস প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে এবং শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম. এ বারি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ রুহুল আমিন সজিব, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা অনিল মন্ডল ও সারোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম আজহার, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মাহফুজুর রহমান, পলাশ মল্লিক, ফারদিন ফেরদৌস, মাসুদ রানা, অপূর্ব রায়, আবুল হাসান, মোঃ ইজাজ আহমেদ মিলন, প্রতাপ কুমার গোপ, মোহাম্মদ আবু হানিফা, মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ শামসুল হক ভূঁইয়া প্রমূখ।
আলোচনা শেষে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং গাজীপুর সিটির সাবেক মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।