শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > গাজীপুরে মিনিস্টার কারখানায় অগ্নিকান্ডে ক্ষতি শত কোটি

গাজীপুরে মিনিস্টার কারখানায় অগ্নিকান্ডে ক্ষতি শত কোটি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে মিনিস্টার কারখানায় অগ্নিকান্ডে মালপত্র পুড়ে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে চেয়ারম্যান এমএ রাজ্জাক খান দাবি করেছেন।

শনিবার সকালে কারখানা ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

চেয়ারম্যান রাজ্জাক বলেন, “ভবনের ষষ্ঠ তলা ও ছাদে মজুদ বিপুল সংখ্যক এলইডি টেলিভিশন ও হোম অ্যামপ্লায়েন্সসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। এতে ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

“সব মিলিয়ে শত কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।”

শুক্রবার গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছয়তলা ওই কারখানা ভবনের ছাদের বানানো গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার দুপুরে কারখানা চত্বরে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, “বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী গাদাগাদি করে রাখা হয়েছিল। মালামাল ভর্তি ওই গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

মালামালগুলো এমনভাবে গাদাগাদি করে রাখা ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে ভেতরে ঢোকা সম্ভব ছিল না।”

কারখানায় আগুন নেভানোর নিজস্ব পর্যাপ্ত সরঞ্জাম ও ব্যবস্থাপনা ছিল বলে তাদের চোখে পড়েনি বলে তিনি জানান।

চেয়ারম্যান রাজ্জাক বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের একটি নিজস্ব তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

তিনি ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, কারখানাটির জন্য ১২৩ কোটি টাকার বিমা করা আছে। এ ব্যাপারে তিনি বিমা কোম্পানিরও সহযোগিতা কামনা করেন।

“সবার সহযোগিতা পেলে আমরা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হব।”

কারখানাটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

কারখানার পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা খান, পরিচালক (অর্থ) মো. মুজিবুর রহমান, ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুল ইসলাম স্বপনসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে ছিলেন।