শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে মাদক ও সন্ত্রাসমুক্ত ছাত্রলীগ গড়ার অঙ্গীকার

গাজীপুরে মাদক ও সন্ত্রাসমুক্ত ছাত্রলীগ গড়ার অঙ্গীকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস, মাদক ও অছাত্রমুক্ত ছাত্রলীগ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর জেলা ছাত্রলীগের বর্ধিত সভা। রোববার (২৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলুয়ার হোসেন শাওন এ সভায় সভাপতিত্ব করেন। আর জেলা ছাত্রলীগের ও যুগ্ম আহ্বায়ক কাউসার কামাল সভাটি সঞ্চালনায় দায়িত্ব পালন করেন।

আর এ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সুলতান সিরাজ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমির হামজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মিলন আহমেদ সোহাগ, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক শরীফ মন্ডল, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হক দর্জি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রোবেল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল ঢালী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মোল্লাহ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল হাসান ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আশিক বিন ইদ্রিছ প্রমুখ।

এ সভায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সম্মেলন জানুয়ারি (২০১৫) মাসে অনুষ্ঠিত হবে, এমন ঘোষণা দিয়ে বলা হয়, অবিলম্বে নির্দিষ্ট সব মেয়াদ পার করা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

নতুন কমিটিতে সন্ত্রাস মাদকমুক্ত ও অছাত্রদের জায়গা দেওয়া হবে না বলেও জানানো হয়।