শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে ভোড়া চার তরিকার দরবারে ২৯ জানুয়ারি শুক্রবার থেকে ৩দিনব্যাপী ওরশ শুরু

গাজীপুরে ভোড়া চার তরিকার দরবারে ২৯ জানুয়ারি শুক্রবার থেকে ৩দিনব্যাপী ওরশ শুরু

শেয়ার করুন

আতিকুর রহমান আতিক ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া চকিদারবাড়ি এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আধা কিলোমিটার দক্ষিণে ভোড়া চার তরিকার দরবার শরীফের আশেকানে আকবার, মুজাদ্দেদে জামান, শাহানশাহে হযরত খাজা শাহ্ শাখদুম ক্বারী মোঃ ইমান উদ্দিন চিশ্তী নিজামী সুফিয়াহ্ (কাঃ ছাঃ সেঃ) সাহেবের মাজার প্রাঙ্গনে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি; শুক্রবার, শনিবার ও রবিবার ৩দিনব্যপী ৩৫তম বাৎসরিক পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে।

উক্ত ৩দিনব্যপী ৩৫তম বাৎসরিক পবিত্র ওরস মাহ্ফিলে জিকিরের সাথে দলে দলে সকল জাকেরান, আশেকান ও ভক্তদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দাওয়াত করেছেন ভোড়া চার তরিকার দরবার শরীফের সাজ্জাদানশীল, গদীনিশিন পীর, শাহানশাহে তরিকত হযরত শাহ্ শাখদুম এন. এম. নাসিমুল ইসলাম মনির চিশ্তি নিজামী (বাঃ হাঃ)।

ভোড়া চার তরিকার দরবার শরীফের ফোনঃ ০২৯২৬৩৯১৪, ০১৭১১-২০৩০৪১। মাহ্ফিল পরিচালনাকারী পীরজামাতা মোঃ আবু বক্কর সিদ্দিক চিশ্তি নিজামী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে এসব তথ্য জানিয়েছেন।