শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে বিয়ে করে রেহাই পেলেন প্রভাষক ফরিদ

গাজীপুরে বিয়ে করে রেহাই পেলেন প্রভাষক ফরিদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে নারী পুলিশ কনস্টেবলের সাথে প্রেমের নামে প্রতারণার অভিযোগে আটক প্রভাষক অবশেষে বিয়ে করেছেন।
সোমবার সন্ধ্যায় মহানগরীর চিকেন চিলি রেস্টুরেন্টে কাজী আজিম উদ্দিন কলেজের ইংরেজি শিক্ষক ফরিদুর রহমান কবুল সম্পন্ন করেন।
এর আগে রবিবার বিকেলে বিশ্বাস ভঙ্গের অভিযোগে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ।
বিয়েতে রাজি হওয়ার পর সোমবার দুপুরে তাকে ছাড়া হয়। দেনমোহর ধার্য করা হয় ১২ লাখ টাকা।
আগে থেকে আপত্তি দেওয়া প্রভাষকের বাবা ও মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
কাজী আজিম উদ্দিন কলেজের একজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন।
সার সংক্ষেপ : ওই কনস্টেবল গাজীপুর সরকারি মহিলা কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্রী। কাজী আজিম উদ্দিন কলেজে পরীক্ষা চলাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরে তা সম্পর্কে গড়ায়।
এরপর ওই নারী প্রভাষক ফরিদকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু তিনি তালবাহানা করে এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান।