সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
কালীগঞ্জ ব্যুরো জানান, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। “ পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা মৎস অফিসার মো. লতিফুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী, ডা. মিজানুর রহমানসহ কমিউনিটি মেডিকেলের অফিসার ও পরিবার পরিকল্পনার অফিসারগণ।
অপরদিকে আমাদের কালিয়াকৈর ব্যুরো জানান, ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার , এই প্রতিপাদ্য দিবস উপলক্ষ্যে কালিয়াকৈরে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক বক্তৃতা, র‌্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মাসুদ রহমান,ডাঃ জুবায়রা হাসিন,ডাঃ সাদিয়া আমিন প্রমুখ।