স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে ৩ তলা ভবনের সিঁড়ির রেলিং ভেঙ্গে পড়ে একই পরিবারের তিনজন আহত হওয়ার ঘটনায় আজ সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন।
গতকাল সকাল পৌনে ৮টায় গাজীপুর মহানগরের শহীদ স্মৃতি স্কুলের বিপরীতে কবির মার্কেটের পিছনে চার তলা একটি ভবনের ৩ তলার সিঁড়ির রেলিং ভেঙে নিচে পড়ে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন ইউসুফ (৪০), তাঁর স্ত্রী
ফরিদা পাভীন (৩৫) ও মেয়ে নীলা পারভীন (১৭)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইউসুফ আজ সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইউসুফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জাতিবেলাই গ্রামে। পিতার নাম মৃত সাখাওয়াত হোসেন। ইউসুফ ওই বিল্ডিং এ প্রায় ৪ বছর যাবৎভাড়া থেকে শহরের তিন সড়ক এলাকার একটি গার্মেন্টেসে চাকুরি করতেন।
বিল্ডিংটির ওই রেলিং দীর্ঘদিন যাবত ফাটল দেখা দিয়েছিল। বিল্ডিংয়ের মালিক কৌশিন বর্তমানে পলাতক রয়েছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করেন।