শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে তামিশনা ফ্যাশন ওয়্যারস্ লিমিটেড কারখানার বাইরে এ কর্মসূচি পালন করে। দুপুর ২টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেয়।
ওই কারখানার শ্রমিকরা জানান, কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) এম ফারুক হোসেন নারী শ্রমিকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার, সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মিজানুর রহমান কর্তৃক নারী শ্রমিকদের যৌন হয়রানির করেন। এসব অনিয়ম ও দুর্ব্যবহারের প্রতিবাদ করায় বুধবার পরিচয়পত্র রেখে ৫০ জন শ্রমিককে পাওনা পরিশোধ না করেই ছাঁটাই করা হয়। এছাড়া কাজের রেট কম দেয়া, আট ঘন্টার পরিবর্তে বাধ্যতামূলক দ্বিগুন কর্মঘন্টা, সরকারি ছুটির দিনে বাধ্যতমামূলক ডিউটি, অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকলে মূল বেতন থেকে ৬’শ টাকা জরিমানা কেটে রাখা, কোনো বিশেষ কারণ ছাড়া যখন-তখন শ্রমিক ছাঁটাইসহ নানা অভিযোগে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন জানান, শ্রমিকেরা অযৌক্তিক দাবি করে কর্মবিরতি করছে। এসবের কোনো ভিত্তি নেই।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর অঞ্চল) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুপুরে প্রধান কার্যালয়ের কর্মকর্তারা কারখানায় এসে শ্রমিকদের সাথে আলোচনা করেন। তাদের পিচ রেট বাড়িয়ে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগদান করেন।