এম. আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ৮ নভেম্বর বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের অর্ন্তগত ক্ষুনদিয়াতে গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ গাছা-৩ উপকেন্দ্র ২০ এম ডি এ, মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়, দিগদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৯টি বিভিন্ন রাস্তার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমুকি এমপি। আজ মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও দিগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর ৫ কোটি টাকা, গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ গাছা-৩ উপকেন্দ্র ২০ এম ডি এ ১৬ কোটি টাকা এবং কালনী ক্ষুনদিয়া রাস্তা কুমুন বাজার হতে খাতিয়াসহ ৯টি রাস্তায় ১৮ কোটি টাকা ও রেওলা ভূমি অফিস ৫৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে এর উদ্বোধন করেছি। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারউজ্জামান শুক্কুুর, গাজীপুর পল্লী বিদুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা পরিষদ সদস্য আবু বকর সহ স্থানীয় নেতৃবৃন্দ।