শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুইপে সংঘর্ষে মামলা

গাজীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুইপে সংঘর্ষে মামলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুই পরে মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানের শেষে রোববার বিকেলে বাড়ি ফেরার পথে দুইপে এ সংঘর্ষ হয়। ওইদিন রাতেই মামলাটি দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

সোমবার টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবদল কর্মী রেমন ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে গাজীপুর সাংবাদিক পরিষদ, টঙ্গীর বাটা গেট সংলগ্ন মায়াবন কমিউনিটি সেন্টারে জিসিসি’র মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সংবর্ধনা দেয়।

ওই অনুষ্ঠানে গাজীপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হাসান উদ্দিন সরকার এবং গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান শাহান শাহ আলমের সমর্থকদের মধ্যে শ্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে নেতা-কর্মীরা বাড়ি ফেরার পথে উভয় পরে মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটে। এতে উভয় পরে কয়েকজন আহত হন।