শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > গাজীপুরে ‘বাংলাদেশ উইমেন টিচার্স অ্যাশোসিয়েশন’ সংগঠনের আত্মপ্রকাশ

গাজীপুরে ‘বাংলাদেশ উইমেন টিচার্স অ্যাশোসিয়েশন’ সংগঠনের আত্মপ্রকাশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ‘বাংলাদেশ উইমেন টিচার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

৮ মার্চ বিকাল ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়দেবপুর পিটিআই’র শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সংগঠনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গাজীপুর লেডিস ক্লাব ও গাজীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত জিনাত।
বাংলাদেশ উইমেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাছরীন আনজুমান রুনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল হোসেন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান, রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীনা বেগম প্রমুখ।

আলোচনা শেষে এ সংগঠনের ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

এ কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি নাছরীন আনজুমান রুনী (রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি কামরুন্নাহার (রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়), সাধারণ সম্পাদক কাজী সাহিন আক্তার মিলি (জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার শেলী (কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়), কোষাধ্যক্ষ জ্যোৎ¯œা বেগম (রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক এসএম তাহমিনা (জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়), দপ্তর সম্পাদক আমেনা বেগম, প্রচার সম্পাদক সংগিতা, সমাজ কল্যাণ সম্পাদক ইসমত আরা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম ও সদস্য মাহমুদা বেগম।