বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করছে সরকার… মির্জা ফখরুল

গাজীপুরে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করছে সরকার… মির্জা ফখরুল

শেয়ার করুন

স্টাফ করেসপন্ডেন্ট, বাংলাভূমি২৪ডটকম
ঢাকা: গাজীপুর সিটি নির্বাচনকে দলীয়করণ করতে আওয়ামী লীগ প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘চার সিটি নির্বাচনে পরাজিত হয়ে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় হয়ে গাজীপুর সিটি নির্বাচনকে দলীয়করণ করতে আওয়ামী লীগ সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে জনগণের বিজয়কে ছিনিয়ে নিতে চক্রান্ত করছে।’

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস কাবে ভিআইপি লাউঞ্জে জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘তারেক রহমান আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘বিচার বিভাগ, প্রশাসনের দুর্নীতি, অর্থনীতি রসাতলে যাচ্ছে। যে কারণে আজ জনগণের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।’

তারেক রহমোনকে সরকার ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, নতুন প্রজন্মের সন্ধান দিয়েছে আর সেখানেই সরকারের ভয়।’

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফখরুল বলেন, ‘যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাসাস আহ্বায়ক সালাহ উদ্দিন শাহিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিয়া, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাসাস সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী মনির খান প্রমুখ।