শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে প্রচন্ড তাপদাহ : অস্বাস্থ্যকর বিভিন্ন আইটেমের সরবতের কদর

গাজীপুরে প্রচন্ড তাপদাহ : অস্বাস্থ্যকর বিভিন্ন আইটেমের সরবতের কদর

শেয়ার করুন

জাহিদ হাসান জিহাদ ॥ ভেপসা গরম ও প্রচন্ড তাপদাহে একটু স্বস্তি পেতে গাজীপুর বিভিন্ন আইটেমের সরবতের কদর বেড়েছে। উক্ত সরবতগুলো বরফ কুচি, লেবু, চিনি ও ইসুপগুলির ভুসি মেশানো সরবত। বিক্রি হচ্ছে দেদারছে। ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিলছে ঠিকই। তবে নিজেদের অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছে। ঐ সকল সরবত পানকারীরা। তাদের অজান্তে শরীরের ভেতর প্রবেশ করছে জন্ডিসসহ বিভিন্ন জীবাণু। একজন বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, রাস্তার এইসব সরবত খুবই অস্বাস্থ্যকর। রাস্তা থেকে ঠান্ডা সরবত পানকারীরা ডায়রিয়া ও আমাশয়, জন্ডিশের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এই সবে বিশুদ্ধ পানি ব্যবহার হয় না। তিনি বলেন, শুধু সরবত খোলা জায়গায় মিশ্রিত খাবার থেকে হেপাটাইটিস জীবাণু চলে আসতে পারে। তিনি আরো জানান, সাধারণত একই গ্লাস দ্বারা অনেকে পান করে থাকে। পানকারীদেরকেও হেপাটাইটিস ‘এ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত থাকলে গ্লাসে ভাইরাস লেগে যেতে পারে এবং সুস্থ মানুষের দেহে চলে যেতে পারে। অথবা দূষিত পানিতেই হেপাটাইটিস এর জীবাণু থাকতে পারে। এভাবে ছড়িয়ে পড়তে পারে হেপাটাইটিস একইভাবে পানিতে অথবা গ্লাসে ডায়রিয়া আমাশয় এর জীবাণু। গত ২৩ এপ্রিল গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মোড়ে একটি দোকান থেকে মোঃ পলাশ নামের এক যুবক সরবত পান করছিলেন ঐ সময় কেন এই সরবত পান করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বাংলাভুমিকে জানান, ‘দেখতেইতো পারছেন কি প্রচন্ড গরম ও তাপদাহ এবং ঠা-ার একটু পরশ পেতেই মনটা চটপট করছিলো তাই বরফের কুচি মিশানো বিভিন্ন আইটেম দিয়া বানানো সরবত দেখে স্থির থাকতে পারলাম না।’
এ সরবতের মাধ্যমে আপনার শরীরের ডায়রিয়া অথবা জন্ডিসে জীবাণু চলে যেতে পারে তা জানেন কি না? এ প্রশ্নের উত্তরে অল্প শিক্ষিত মোঃ পলাশ জানান, না-তো জানি না! তাই পলাশের মত অনেকেই পানিবাহিত জীবাণু সম্বন্ধে ধারনা নেই। তাই তারা অজান্তে নিজেরাই ক্ষতির দিকে পা বাড়াচ্ছে। তাই এইসব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সরবত বন্ধের জন্য গাজীপুর স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারীর দাবী করছে সচেতন পথচারীরা।