শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে প্রকৌশলী ভবনে প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধন

গাজীপুরে প্রকৌশলী ভবনে প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রকৌশলী ভবনে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন উদ্বোধন করা হয়েছে।

রোববার প্রকৌশল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিপেইড মিটার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আজমল হোসেন ভূইয়া। গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের প্রকল্প পরিচালক আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ছায়াবিথি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নিয়াজ উদ্দিন, আইডিইবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহযোগি সদস্য প্রকৌশলী মোঃ শরীফ হোসেন ঢালী, আইডিইবি গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, গাজীপুর পল্লী সমিতি ১ এর এলাকা পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৌশল ভবনে প্রায় ৫শ এর মত প্রিপেইড মিটার দরকার। ইতিমধ্যেই এ ভবনে মিটার লাগানো শুরু হয়েছে। প্রিপেইড মিটার লাগানোর কারণে একদিকে বিদ্যুত ব্যবহার সাশ্রয় হবে, অন্যদিকে অতিরিক্ত লোকবল লাগবে না। তারা বলেন, প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের ভীতি রয়েছে। আবার অনেকেই এর বিরোধিতা করে আসছে। এসবই হচ্ছে, প্রিপেইড মিটার সম্পর্কে না জানার কারণে। এ মিটার ব্যবহারের ফলে অতিরিক্ত বিদ্যুত বিল দিতে হয় না। বহুতল ভবনে ওয়্যারিং এর সমস্যার কারণে কিছু কিছু মিটারে বিল বেশী আসতো। এটা পল্লী বিদ্যুতের নজরে এলে এসব ত্রুটি সারানোর ফলে এখন আর বিল বেশী আসে না। যা ব্যবহার করা হয়, তারই বিল আসে।

বক্তারা প্রকৌশলী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের বিবেক হিসেবে কাজ করেন। তাই আপনারা সমাজের লোকদেরকে বললে তারা এসব সহজেই শুনবে। তাদেরকে সরকারী এ উদ্যোগ বাস্তবায়নের জন্য বলবেন। বর্তমান সরকারের অনেক ভাল কাজ হচ্ছে, এসব ভাল কাজের প্রচারণা কম। ভাল কাজগুলোকে বেশী বেশী প্রচারণা করতে হবে।