সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

গাজীপুরে পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

শেয়ার করুন


স্টাফ রিপোর্টার:
গাজীপুরে বিলে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার কারেন্ট জাল ও দশটি ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২০ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের শালদহ নদী সংলগ্ন বিলে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাফে মোহাম্মদ ছড়া।
অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার জান্নাতুন শাহীন, ক্ষেত্র সহকারী মশিউর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী শালদহ নদী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। দেশীয় মৎস্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।