স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০১৯ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মাহমুদা আক্তার, পুষ্টিবিদ শিরিন আক্তার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্যরঞ্জণ ধর, শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজের প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ফজলুল আহসান মৃধা, বেসরকারি উন্নয়ন সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশনের জাকিয়া সুলতানা, ব্র্যাক প্রতিনিধি, ইপিআই পরিদর্শক মোঃ আমজাদ হোসেন এবং সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।