শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে পুলিশের নেমপ্লেট ব্যবহার করে ডাকাতি!

গাজীপুরে পুলিশের নেমপ্লেট ব্যবহার করে ডাকাতি!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকা থেকে ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের দখল হতে একটি প্রাইভেটকার যাতে পুলিশের নেমপ্লেট লাগানো ছিল।

সোমবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানা ন্যাশনাল পার্কের ৩নং গেইটের বিপরীতে মহাসড়কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলো- জিএমপি সদর থানা টেক কাথোরা এলাকার মোঃ আশরাফ খানের পুত্র মোঃ রাশেদ খান মিলন (২৬), সালনা মিরেরগাঁও এলাকার শ্রী বিমল চন্দ্র সরকারের পুত্র শ্রী বাধন চন্দ্র সরকার (২৮), শ্রীপুর থানা নতুন বাজার এলাকার মোঃ আহসান আতিকের পুত্র মোঃ আকাশ হোসেন ওরফে সবুজ (২৫)। আটকের সময় তাদের দখল হতে ১টি লোহার চাপাতি, ১টি ছুরি, ১টি চাকু, ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার (যাতে হুটার এবং সামনে পুলিশের নেমপ্লেট লাগালো), ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ শত ৫০ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।