শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে ‘পিস্তল ফেলে পালিয়ে গেলেন ছাত্রলীগ কর্মী’

গাজীপুরে ‘পিস্তল ফেলে পালিয়ে গেলেন ছাত্রলীগ কর্মী’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: শহরে ছাত্রলীগ নেতাকে অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক ছাত্রলীগ কর্মী পিস্তল ফেলে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের জয়দেবপুর টাউন ফাঁড়ির এএসআই রূপম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে সাইফুল্লাহ শাওন (৩২) নামে এক ব্যক্তি পিস্তলটি ফেলে যান।

শাওন গাজীপুর শহরের মো. শহীদুল্লাহর ছেলে। শাওন ছাত্রলীগ কর্মী বলে পুলিশ জানিয়েছে।

এএসআই রূপম বলেন, তিনি রাজবাড়ি রোডে যানজট নিরসনে কাজ করছিলেন।

“এ সময় ওই বিদ্যালয়ের মোড়ে ছাত্রলীগকর্মী শাওন ও তিন-চার যুবক ছাত্রলীগ নেতা নাদিম হোসেনকে অপহরণের চেষ্টা করেন। নাদিমের চিৎকার শুনে আমি তাকে উদ্ধার করতে যাই। পুলিশ দেখে পালানোর সময় শাওন চারটি গুলিসহ তাইওয়ানের তৈরি একটি পিস্তল ফেলে পালিয়ে যান।”

অন্যরাও পালিয়ে যায় বলে তিনি জানান।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পিস্তলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাদিম হোসেন জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে।