স্টাফ রিপোর্টার
গাজীপুর: এইচএসসি পরীক্ষায় ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক শিক্ষকের মোবাইল ফোন জব্ধ করেছেন। ওই শিক্ষককে পরবর্তীতে সকল পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর শহরে কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মাসুদুল হক। তিনি ওই কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক।
কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে জীব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদুল হক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ওই শিক্ষকের মোবাইল ফোনটি জব্ধ করেন। তাকে পরবর্তী সকল পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কোন শিক্ষকই কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। কেবলমাত্র কেন্দ্র সচিব বাটন যুক্ত মোবাইল সেট ব্যবহার করতে পারবেন। ওই শিক্ষক পরীক্ষা কেন্দ্রে নিয়মবহির্ভূতভাবে মোবাইলে কথা বলছিলেন। এ জন্য তার মোবাইলটি জব্দ করা হয়েছে। তাকে পরবর্তী সকল পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।