শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে পরিত্যক্ত কূপে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুরে পরিত্যক্ত কূপে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের জন্য তৈরি একটি পরিত্যক্ত কূপে পড়ে রোমানুর রহমান (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অপর এক স্কুল ছাত্র।

শনিবার (১৪ মে) সকালে ঘটনাটি ঘটেছে।

রোমানুর স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র। আহত অপর ছাত্রের পরিচয় পাওয়া যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামান জানান, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সাবমারসিবল পাম্প স্থাপনের জন্য কূপটি খনন করা হয়। পরে এটি বালি দিয়ে ভরাট করে রাখা হয়। গত দুই দিন বৃষ্টি হওয়ায় ফলে বালি নিচের দিকে দেবে যায়। এদিকে সকালে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধূলা করছিলো। এক পর্যায়ে দুই ছাত্র ওই কূপে পড়ে যায়।

পরে স্থানীরা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে রোমানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।