স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভূরুলিয়া এলাকায় জমিতে নির্মাণ কাজে বাধা দিয়ে ৫০লাখ টাকা চাঁদা দাবী করেছে স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী। এসময় সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহিনী নির্মাণ কাজের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকী দেয়। শনিবার সকালে গাজীপুর শহরের হাবিবুল্যাহ স্বরণীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী রেহানা পারভীন বলেন, তার অসুস্থ্য স্বামী হোসেন শহীদ সরকার গাজীপুর মহানগরের ২৫নং ওয়ার্ডের পশ্চিম ভূরুলিয়া এলাকায় ভূরুলিয়া মৌজাস্থিত এস.এ ১০৯, আর.এস ২০৬, আর.এস খতিয়ান ৪২৩০ এর ২ একর ৬৬ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়। বর্তমানে তার স্বামীর নামেই নামজারীসহ সকল কাজ পত্র রয়েছে। ঐ জমিতে গত ২৮ আগস্ট শুক্রবার বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে গেলে সাইফুল ইসলাম, রাকিব, হাবিব, কাইউমসহ ১০-১৫জন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা কাজে বাধা দেয়। এ সময় ঐস্থানে নির্মাণ কাজে নিয়োজিত স্বপন সরকারকে অশ্লীল ভাষায় গালিগাল করে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে আমার স্বামী হোসেন শহীদ সরকারকে ডেকে আনতে বলে। পরে ঐ স্থানে আমার স্বামী উপস্থিত হলে সন্ত্রাসীরা পিস্তল বের করে ৫০লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যা করে লাশ গুম করার হুমকী দেয় সন্ত্রাসীরা। এ সময় মো: আরিফ হোসেন, আসলাম, ফরিদা ইয়াসমিন রুবিসহ ঘটনাস্থলে উপস্থিত নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রি ও কয়েকজন দিনমজুরদের আর্তচিৎকারে আশে পাশের লোকজন জরো হয়। এতে সন্ত্রাসীরা চাঁদার টাকা না দেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখা অন্যথায় খুন জখম করার হুমকী দিয়ে চলে যায়। এতে ভুক্তভোগী পরিবার জান-মালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অভিযোগ দায়ের করা হয়েছে যা তদন্তাধীন আছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।