স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতা কর্মীরা।
শুক্রবার(২ মে) বিকেলে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, এই অবৈধ সরকার গত সংসদ নির্বাচনের মত উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে। গত সংসদ নির্বাচনের মত জনসাধারণ উপজেলা নির্বাচনেও ভোট দানে বিরত থাকবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং থাকবে। জনগণের পক্ষে আমরাই বিজয়ী হবো।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমান, মোহাম্মদ আজাহার, যুবদল নেতা আলামিন, কাউসার মোল্লা, জাহাঙ্গীর সিকদার, রফিকুল ইসলাম রবিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জুলহাস প্রমুখ।