স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গৃহবধূ মিনারা (৩৫) হত্যা মামলার আসামি নুরুল আমিন ওরফে নুরাকে (২৩) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (০৬ জুন) সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৩১ মার্চ ২০১৫ মিনারা খাতুনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে নুরা।
এ ঘটনায় নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামি নুরুল আমিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বরাইদ গ্রামের নূর চান শেখের ছেলে। আর নিহত মিনারা খাতুন একই উপজেলার সাওরাইদ গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ছিলেন।