শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে নারী সংলাপ অনুষ্ঠিত

গাজীপুরে নারী সংলাপ অনুষ্ঠিত

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গাজীপুুরের বিভিন্ন শ্রেণীর নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল নারী সংলাপ। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শাহনওয়াজ দিলরুবার সঞ্চালনয়ায় উক্ত সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক জনাব মোঃ নুরুল ইসলাম । তিনি সংলাপে অংশ গ্রহণকারী নারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বর্তমান সরকারের আমলে নারীদের জন্য গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ উপস্থাপন করেন। কুসুমের আত্মকথা এবং জয়িতাদের পথচলা শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, সনাক-টিআইবি, প্ল্যান বাংলাদেশ, পরশ এবং পিএসটিসির পৃষ্টপোষকতায় জেলা পর্যায়ে সর্বপ্রথম এ ধরনের একটি সফল ও সময়োপযুগী কর্মসূচি আয়োজনের জন্য জেলা প্রশাসনের প থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। উক্ত সংলাপে সমাজের বিভিন্ন পর্যায়ের নারী প্রতিনিধি বিশেষ করে সরকারী বেসরকারী পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গার্মেন্টসকর্মী, নারী নেত্রী, নারী উদ্যোক্তা, শিক, প্রতিবন্ধী, ছাত্রী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্য এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণকারী নারীগণ তাদের স্ব-স্ব েেত্রর বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সফলতার চিত্র তুলে ধরেন।