বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে নকলনবীশ সমিতির সাবেক সভাপতি খুন

গাজীপুরে নকলনবীশ সমিতির সাবেক সভাপতি খুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে রাজদীঘীর পাড়ে নিজ বাসভবনের ষষ্ঠ তলায় নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশ নকলনবীশ সমিতির সাবেক সভাপতি শহীদুল আলম (৩৬)।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টায় নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে আনা হয়।
নিহতের বাবার নাম ফজলুল হক মোল্লা। স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া গ্রামে।
তিনি স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর জেলা শহরের রাজদীঘীর পাড়ে বসবাস করতেন। গাজীপুর সদর উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে তিনি নকলনবীশ হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু মো. সোবাহান জানান, ভোররাতে কে কা কারা শহীদুল আলমের বাসভবনে প্রবেশ করে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। লাশের শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ধারালো ছুরির আঘাত রয়েছে।
গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. মোজাম্মেল হক জানান, ১৯৯৬ সালে কাপাসিয়া থেকে গাজীপুরে এসে সদর সাবরেজিস্ট্রি অফিসে নকলনবীশ হিসেবে কাজ শুরু করেন শহীদুল। তিনি নকলনবীশ সমিতির গাজীপুর জেলার সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, অল্প সময়ে শহীদুল আলম অনেক টাকার মালিক হয়েছেন। নকলনবীশের পাশাপাশি জমি-জমার ব্যবসাও করতেন তিনি।
গাজীপুর সদর হাসপাতাল মর্গে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি।