স্টাফ রিপোর্টার ॥ ফ্যাক্টরীর ভেতরে দন্ডায়মান ট্রাকের চালকের সীটের নিচ থেকে ২ হাজার ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত দত্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ট্রাক চালক মো. রাসেল (২৭) পিতার রশিদ। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। হেলপার ইদ্রিস আলী (৩২) পিতা রাজ্জাক।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অবস্থিত ঢাকা ফিড মিল নামক ফ্যাক্টরীতে একটি ট্রাক নং পিরোজপুর ট-১১-০০২০ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাক চালকের সীটের নিচ থেকে ওই ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম তালুকদার ওই অভিযানে নেতৃত্ব দেন।