স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ভোট গণনার সময় ৫৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে।
গোলাগুলির ঘটনায় ৫ থেকে ৭ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শেখ মো. আলেক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫৪ নম্বর ওয়ার্ডের ১৩ টি কেন্দ্রের মধ্যে ১২ টি কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপি সর্মথিত কাউন্সিলর প্রার্থী শেখ মো. আলেক এগিয়ে রয়েছেন। সর্বশেষ মাম্দী মোল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় সরকার সমর্থক কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মোল্লা কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইলে আলেক বাধা দেয়।
এ সময় গোলাগুলির ঘটনা ঘটলে আলেকের ৫ থেকে ৭ জন কর্মী আহত হন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে ওই কেন্দ্রে মেয়র প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হলেও কাউন্সিলর প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
এদিকে কেন্দ্রের বাইরে উভয় কাউন্সিলরের সমর্থকরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।