স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : সিটি করপোরেশনের টঙ্গী ও কোনাবাড়ি এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়েছে পলিথিনের গুদাম ও পাঁচটি দোকান। রোববার ভোরে ও সকালে ওই অগ্নিকাণ্ড ঘটে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কোনাবাড়ি সুহীদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পলিথিনের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে সেমিপাকা ওই গুদামে থাকা পলিথিন পুড়ে গেছে।
তিনি আরো জানান, ওই গুদামে বৈদ্যুতিক সংযোগ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর ঝিনু মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে টিনশেডের তৈরি মনোহরী, ফার্নিচার, ইলেকট্রেনিকস, রিকশা মেরামত ও চায়ের পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকান ও মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তার ধারণা।