স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ডাকাতি করে পালানোর সময় ডিবি পুলিশের ছোড়া গুলিতে ডাকাত দলের ৪ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
তারা হলেন- সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)। পরে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুশরাফিকুর রহমান জানান, মিজানুর রহমান নামে ডাকাত দলের এক সদস্য ৩-৪ দিন আগে ওশান সোয়েটার কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নেন। বৃহস্পতিবার দিনগত রাতে সে ওই কারখানার অন্যান্য নিরাপত্তা কর্মীদের পাশ্ববর্তী একটি দোকানে নিয়ে পিঠা খাওয়ান। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই নিরাপত্তা কর্মীরা অচেতন হয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে ১৫/২০ জনের একটি ডাকাত দল মাইক্রোবাস যোগে এসে ওই কারখানায় হানা দেয়। তারা গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় টহলরত ডিবি পুলিশ টের পেয়ে যায়। এ সময় ডিবি পুলিশের ছোড়া গুলিতে ৪ ডাকাত গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে আটক করা হয়। ডাকাতির মালামাল ফেলে দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিজান, সুলতান, সালাম ও হামিদুলের নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, বলেন তিনি।