শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু

গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন শুরু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে আমেরিকান চিকিৎসকের একটি দল ওইসব রোগীদের অপারেশন শুরু করেন।

এদিকে, অপারেশন করাতে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত রোগীরা সকাল থেকেই হাসপাতালে ভিড় শুরু করেন।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়। ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা অ্যালায়েন্স ফর স্মাইলস আয়োজিত দ্য আমেরিকান চিকিৎসক টিম ওইসব রোগীদের অপারেশন করছেন।

গাজীপুর রোটারি ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কার্যক্রমের আওতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যেকোনো বয়সের শতাধিক রোগীর অপারেশন করানো হবে।