শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জেলার কোনাবাড়ির ফকিরমার্কেট এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় (ঝুট) ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোর ৫টার দিকে কোনাবাড়ির ফকিরমার্কেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশের অন্যান্য গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাদশা মিয়া, আব্দুর রাজ্জাক, সারোয়ার ও ইমনের মালিকানাধীন ৪টি গুদামে রাখা বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় (ঝুট), ঢেউটিন ও অন্যান্য মালামাল পুড়ে যায়। বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।