শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

গাজীপুরে জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ বৃহস্পতিবার মহানগর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিএস পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লে: আব্দুল্লাহ আল-মামুন ও সিনি: সহকারী পুলিশ সুপার মো: গোলাম মোর্শেদের নেতৃত্বে আভিযানিক দল জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার সরদার পাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো: সাব্বির মন্ডল। গ্রেফতারকৃত সাব্বির গাজীপুরের গাছা থানাধীন হারিকেন রোডে মো: নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ টি মোবাইল ও ৮ টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে এই ধরনের প্রতারনা করে আসছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব কখনো কখনো মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পিএস সামসুল/মাসুদ/মনির নামে পরিচয় দিয়ে বগুড়া-৫ আসনের এমপি মোঃ হাবিবুর রহমান, গাইবান্ধা-৩ আসনের এমপি ডাঃ ইউনুস সরকার, রবিশাল-৫ আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, খুলনা-৩ আসনের এমপি মনুজান সুফিয়ান, কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান, সিলেট-৩ আসনের এমপি মাহমুদুর সামাদ, গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৩ আসনের এমপি এড. মোঃ রহমত উল্লাহ, লালমনির হাট-১ আসনের এমপি মোঃ মোতাহার হোসেন, নারায়ানগঞ্জ এর এমপি শামীম ওসমান এবং গোলাম দস্তগীর গাজী, ঢাকার এমপি এড. সাহারা খাতুনসহ ৩০ থেকে ৪০ জন এমপি’র নিকট মোবাইল ফোনে আবার কখনো কখনো এসএমএস এর মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচন-২০১৮ এ মনোনয়ন দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ ছাড়াও বিভিন্ন মন্ত্রী, এমপি, সচিব, ব্যবসায়ীদেরকে ফোন দিয়ে বিভিন্ন চাঁদা, ঘুষ চাকুরীর তদবির করে আসছিল। উপরোক্ত এমপি মহোদয়গণের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, সে দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পিএস পরিচয় দিয়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারী সংস্থায় চাকুরী দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।