স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে জনগণ স্পষ্টভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গাজীপুরবাসী সরকারকে না জানিয়ে দিয়েছে। এই রায়ে গোটা দেশবাসীর মতের প্রতিফলন ঘটেছে। পাঁচটি সিটিতে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এখনও সময় আছে উল্লখ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনসংযোজন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। গতকালের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গতকালের প্রতিটি অভিযোগ সত্য ছিল। জনগণের সতঃস্ফুর্ত প্রতিরোধের কারণে তারা সফল হয়নি। তারা যদি কারচুপির চেষ্টা না করতেন তাহলে ভোটের ব্যবধান আরও বেশি হত বলে তিনি দাবি করেন।
অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে- প্রধানমন্ত্রীর লন্ডনে দেয়া এমন বক্তব্যের জবাব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে বিরোধী দলের নেতাকর্মীদের উপর গুলি করা হয় না। তাদেরকে কথায় কথায় মিথ্যা মমলা দিয়ে গ্রেপ্তার করা হয় না, সমালোচনার করলেই টিভি চ্যানেল বন্ধ করে দেয়া হয় না, সম্পাদককে গ্রেপ্তার করা হয় না। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে তার বিপরীত বলে মন্তব্য করে বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য যে, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করার ব্যাপারে আওয়ামী লীগের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়। আওয়ামী লীগ পাচটিতেই পরাজিত হয়েছে। তাদের ন্যূনতম সম্মানবোধ থাকলে পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।