স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মহানগরের ভোগড়া এলাকায় জেএমবির একটি আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই জঙ্গি নিহত হয়েছেন।
রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করেন র্যাব হেডকোয়ার্টার ও র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে জঙ্গিরা।
র্যাব-১ এর মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, ভোগড়া এলাকার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা।
মুফতি মাহমুদ খান আরও জানান, জঙ্গিদের বোমা নিক্ষেপের পর র্যাবও পাল্টা গুলি চালিয়েছে।
রাত সোয়া ২টার দিকে সংবাদ ব্রিফিংয়ে আস্তানাটি জেএমবির নিশ্চিত করে এই কর্মকর্তা বলেন, অভিযানের পর আস্তানা ও এর আশেপাশের এলাকা থেকে চারটি হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে দু’টো মরদেহ উদ্ধার করা হয়েছে আস্তানার ভেতর থেকে। তারা বিস্ফোরণে নিহত হয়ে থাকতে পারেন। অভিযানে একজন র্যাব সদস্যও গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।