স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর রাজেন্দ্রপুরে একটি জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
নিহত লুনা আক্তার লালমনিরহাট জেলার পাঁচগ্রাম থানার নবীর উদ্দিনের কন্যা। লুনা গাজীপুর শহরের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে থেকে স্থানীয় পারটেক্স গ্রুপের আরসি কোলা কারখানায় কাজ করতেন।
শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সদর থানা ওসি আজিজ শফি জানান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুনার মামী আকলিমা ও তার ছেলে রবিউলকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে লুনাকে তার মামী ও মামাতো ভাই মারধর করে।
“পরে রাতের কোনো এক সময় লুনাকে শ্বাসরোধে হত্যার পর লাশ পাশের জঙ্গলে ফেলে দেয়া হয়।”
ওসি বলেন, ঘটনার একদিন আগেও কোথাও বেড়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে লুনাকে মারধর করা হয়েছিল বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন।
তবে লুনার মামী বলেন, লুনা আত্মহত্যা করেছে বলে তার ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।